কুমিল্লায় দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ বিজিবির
কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর মাঠে পিবিজিএম অধিনায়ক ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লে. কর্নেল মোখলেছুর রহমানের সভাপতিত্বে সোমবার দুপুরে গরিব-অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে ১৮১টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১০ বর্ডার গার্ড উপ-অধিনায়ক মেজর মো. আতাউল্লাহ জামী, কোয়ার্টার মাস্টার এডি গাজী মো. হাসেম, ১০ ব্যাটালিয়ন সুবেদার মেজর আশিকুর রহমান, বিবিরবাজার বিওপির অধিনায়ক সুবেদার শওকত আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা।
সার্বিক সহযোগিতা করে সেক্টর সদর ও ১০ বিজিবিএন, কুমিল্লা।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা