পদত্যাগ করেছেন ইবির উপ-উপাচার্য
পদত্যাগ করতে আবেদনপত্র জমা দিয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য ড. শাহীনুর রহমান। আজ রোববার বেলা ১১টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, একই সময়ে উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) ফ্যাক্সযোগে পদত্যাগের আবেদনপত্র পাঠিয়েছেন। এ ছাড়া ইবি উপাচার্য আবদুল হাকিমসহ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষামন্ত্রীর পিএসের কাছেও এই পদত্যাগপত্রের অনুলিপি পাঠিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে টেলিফোনে এনটিভিকে প্রফেসর ড. শাহীনুর রহমান বলেন, প্রশাসনিক কাজ ছেড়ে নিজের ইংরেজি বিভাগে যোগ দিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করতে চান তিনি। কারো সাথে কোনো দ্বন্দ্বের জেরে তিনি পদত্যাগ করেননি বলেও তাঁর দাবি।
ড. শাহীনুর রহমানের পদত্যাগের আবেদনপত্র পেয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. আব্দুল হাকিম সরকার। তবে শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি এটির অনুমোদন দিয়েছে কি না সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া