খালেদা জিয়াকে রেহাই দেওয়া মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ড : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন, বঙ্গবন্ধু ও ৭ মার্চ অস্বীকারকারী ও আগুন-সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়াকে রেহাই দেওয়া মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত এবং ইতিহাস পোড়ানোর লাইসেন্স দেওয়া।
আজ শনিবার দুপুরে ৭ মার্চ উপলক্ষে রাজধানীর জাসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ আয়োজিত ‘অহিংস অসহযোগ আন্দোলনের স্বরূপ ও চলমান জঙ্গিবাদী সন্ত্রাসের রাজনৈতিক মূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলনে।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেমন বঙ্গবন্ধুর সঙ্গে পাকিস্তানি প্রেসিডেন্টের দ্বন্দ্ব নয়, একটি জাতির সঙ্গে শোষকদের যুদ্ধ, তেমনি বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়ার দ্বন্দ্ব নয় এটি বাংলাদেশ ও গণতন্ত্রের সঙ্গে যুদ্ধাপরাধী-রাজাকার ও আগুন-সন্ত্রাসীদের দোসর খালেদা জিয়ার যুদ্ধ।’
‘এ যুদ্ধে হারলে বাংলাদেশ, ইতিহাস ও গণতন্ত্র পুড়বে। কারণ যারা মানুষ পোড়ায়, তারা দেশ, ইতিহাস ও গণতন্ত্র পোড়ায়। সে কারণেই এ থেকে রক্ষা পেতে হলে আগুন-সন্ত্রাসী ও তাদের নেত্রীকে রাজনীতি থেকে বিতাড়ন করতে হবে।’ বলেন তথ্যমন্ত্রী।
জাসদ সভাপতি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের বক্তৃতা শুধু একটি ভাষণ নয়, তৎকালীন পাকিস্তানের শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং নিরস্ত্র বাঙালির স্বাধীনতা সংগ্রামের পথনির্দেশ। ৭ মার্চ ও বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হয় না।’
মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকতের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নাজমুল হক প্রধান, শিরিন আখতার, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক