কুষ্টিয়ায় শিশু ইশিতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
শিশু ইশিতাকে হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে কুমারখালীবাসী। ছবি : এনটিভি
কুষ্টিয়ায় ছয় বছরের শিশু ইশিতাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমারখালীবাসী।
এরপর বিক্ষোভকারীরা ঘটনার মূল অভিযুক্ত জাহিদ মণ্ডল ও তাঁর বাবা শওকত মণ্ডলের ফাঁসি চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।
আজ সোমবার দুপুরে বিক্ষোভকারীরা মিছিলসহ এসে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন করে। এতে নিহত ইশিতার পরিবারসহ এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনকারীরা সাম্প্রতিক সময়ে আলোচিত রাজন ও রাকিব হত্যার রায়ের মতো শিশু ইশিতা হত্যার বিচারও দ্রুত বিচার ট্রাইবুন্যালে এনে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গত ৫ ডিসেম্বর শনিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামে ছয় বছরের শিশু কন্যা ইশিতা মাঠে ঘাস আনতে গেলে তাকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়।


ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া