চুয়াডাঙ্গায় ট্রলির চাপায় স্কুলছাত্র নিহত
 
চুয়াডাঙ্গার দর্শনা পৌরশহরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শুভাশীষ পাল (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শুভাশীষ আজিমপুর এলাকার বাসিন্দা কিশোর পালের একমাত্র ছেলে ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফেরদৌস জানান, দর্শনা শহরে অগ্রণী ব্যাংকের সামনে ওই দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
                   রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
                                                  রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
               
 
 
 
