সুন্দরগঞ্জে পুলিশ কনস্টেবলের স্ত্রী-মেয়ের লাশ উদ্ধার
 
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক পুলিশ কনস্টেবলের স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বামনজল এলাকায় নিজেদের বাড়ি থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
নিহত দুজন কৃষ্ণা রানী (২৩) ও ১৯ মাস বয়সী কন্যাশিশু অর্পিতা রানী। পুলিশ কনস্টেবলের নাম পরিমল চন্দ্র। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠানো হচ্ছে।
পরিমল চন্দ্রের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে তিনজন ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ৩টার দিকে পরিমল ঘুম থেকে উঠে মেয়ের লাশ দেখেন। আরেকটি ঘরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান।
ওসি বলেন, এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড, তদন্তের পরই তা জানা গেছে। মামলা হওয়ার পরই এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হবে।

 
                   কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
                                                  কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
               
 
 
 
