গহিরায় গ্রামের বাড়িতে সাকা চৌধুরীকে দাফন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মহিবুল্লাহ বাবুনগরী। এতে অংশ নেন সাকা চৌধুরীর নিকটাত্মীয়সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এর আগে সকাল সকাল ৮টা ৫৫ মিনিটে সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা গহিরায় পৌঁছান। ৯টার দিকে সাকা চৌধুরীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি গহিরার চৌধুরীবাড়ির সামনে পৌঁছায়। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরদেহবাহী কফিনটি সরাসরি জানাজার স্থান বাড়ির উঠানে নিয়ে যেতে চায়। কিন্তু পরিবারের সদস্যরা পুলিশের অনুমতি নিয়ে মরদেহ ঘরের ভেতরে নিয়ে যান।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হয় সাকা চৌধুরীর। এরপর সিভিল সার্জন মৃত্যু নিশ্চিত করলে কারাগারের প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ নিয়ে চট্টগ্রামের রাউজানের উদ্দেশে রওনা দেয় একটি অ্যাম্বুলেন্স।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম