অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে নৌ-অ্যাম্বুলেন্স
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর এলাকার মানুষের চিকিৎসাসেবা দিতে সরকারের পক্ষ থেকে একটি নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হয়। কিন্তু অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে কয়েক লাখ টাকা মূল্যের এই অ্যাম্বুলেন্স।
২০১৩ সালের ২২ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যাপ্ত সরঞ্জামসহ একটি নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। ওই সময় হাসপাতালের পক্ষে এটি গ্রহণ করেন তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এর উদ্দেশ্য ছিল চরাঞ্চলের প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষকে নৌপথে দ্রুত হাসপাতালে নিয়ে আসা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরপর উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম ওবায়দুল বারী দিপুর দায়িত্বে নৌ অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন অভিযোগ করেন, অ্যাম্বুলেন্সটি দিয়ে কিছুদিন রোগী আনা-নেওয়া করা হয়। কিন্তু প্রায় দেড় বছর ধরে এটি সদর ইউনিয়নের জাকেরের শুরা খালে কাদা মাটিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, অযত্ন অবহেলায় লাখ লাখ টাকা মূল্যের অ্যাম্বুলেন্সটির ইঞ্জিনসহ প্রয়োজনীয় অনেক সরঞ্জাম ভেঙে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল বারী দিপু বলেন, ‘বর্ষা মৌসুমে বাইরে থেকে অ্যাম্বুলেন্সটি ডুবে গেছে।’ তিনি আরো বলেন, ‘উপজেলা পরিষদ থেকে এর সঙ্গে কোনো চালক না দেওয়ার পাশাপাশি এর ইঞ্জিন খুবই দুর্বল হওয়ায় নদী পথে রোগী আনা-নেওয়া সম্ভব হয় না।’
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা বলেন, ‘আমি এই উপজেলায় সদ্য যোগদান করেছি। তবে অতি দ্রুত বিষয়টি খতিয়ে দেখব।’ চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর