পায়ে গাঁজা বেঁধে সাইকেলে করে বহন
গাঁজাসহ আটক দুজন কুমিল্লার চান্দিনা থানায়। ছবি : এনটিভি
দুই পায়ে গাঁজা বেঁধে সাইকেলে চড়ে যাওয়ার সময় হৃদয় হোসেন (২৫) ও শহিদুল ইসলাম ( ৩৫) নামের দুজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার তীর চর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়।
দুজনের বাড়ি চান্দিনা উপজেলার কংগাই মোহনপুর গ্রামে বলে জানিয়েছেন চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) রাহাত সিদ্দিকী। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দেওয়ার সময় কুমিল্লা থেকে দাউদকান্দির দিকে একটি সাইকেলে চড়ে যাচ্ছিল আটক দুজন। তাঁদের গতিবিধি সন্দেহ হলে দেহ তল্লাশি করা হয়। এ সময় দেখা যায়, দুজনের ফুল প্যান্টের নিচে পায়ে গাঁজা মোড়ানো। পরে তাঁদের আটক করে চান্দিনা থানায় আনা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলে জানান রাহাত সিদ্দিকী।

কাজী রাশেদ, চান্দিনা