দীপন হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন। ছবি : এনটিভি
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
আজ রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবদুল কাইয়ুম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সংগীতা সরকার প্রমুখ।

ভজন দাস, নেত্রকোনা