ফরিদপুরে আ. লীগের মতবিনিময় সভা
ফরিদপুরে কোতোয়ালি থানা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
ফরিদপুরে কোতোয়ালি থানা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি মো. রাজ্জাক মোল্লার সভাপতিত্বে কবি জসিমউদ্দিন হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
এ ছাড়া উপস্থিত কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান নেভী, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, পৌর কমিশনার ফরিদা ইয়াসমিন প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর