কুমিল্লায় একজন আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি
কুমিল্লার সদর দক্ষিণে নিজ বাড়ি থেকে মোহাম্মদ ফারুক (৩৪) নামের একজনকে আটক করেছেন র্যাব-১১-এর সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
আটক ব্যক্তি ওই এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।
র্যাব-১১-এর মেজর খুরশিদ আলম এনটিভি অনলাইনকে জানান, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উলুরচর বড়বাড়ী এলাকায় মোহাম্মদ ফারুকের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাঁর ঘরে থাকা একটি বিদেশি পিস্তল, একটি শটগান, একটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। তাঁকে আটক করে র্যাব অফিসে নেওয়া হয়। তিনি আরো জানান, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজী রাশেদ, চান্দিনা