মাটি খুঁড়তেই ৮৮৬ গুলি উদ্ধার
রাজবাড়ী সদর উপজেলার উদয়পুর গ্রামে মাটির নিচ থেকে উদ্ধারকৃত গুলি। ছবি : এনটিভি
রাজবাড়ী সদর উপজেলার উদয়পুর গ্রাম থেকে আজ মঙ্গলবার দুপুরে বন্দুকের ৮৮৬টি গুলি, চারটি ম্যাগাজিন ও ১১টি চার্জার উদ্ধার করেছে পুলিশ।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের ওলি মোল্লা নামের এক ব্যক্তির মেহগুনি বাগানে কয়েকজন শ্রমিক আজ দুপুরে মাটি খুঁড়ে গাছ কাটছিলেন। এ সময় তাঁরা দুটি টিনের বাক্স দেখতে পান। বাক্স দুটি খুললেই দেখা যায় প্রচুর গুলি। তারা বিষয়টি সদর থানায় জানান। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুলি, ম্যাগাজিন ও চার্জারগুলো উদ্ধার করে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান ও পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার জানান, ধারণা করা হচ্ছে গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের অথবা কোনো সন্ত্রাসী গ্রুপ এখানে মাটির নিচে গুলিগুলো পুঁতে রেখেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মো.আহসান হাবীব, রাজবাড়ী