এমপি লিটনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
গাইবান্ধার আলোচিত সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে অন্তত ৩০ জন আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে দুপুর পৌনে ১২টার দিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁর সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। একপর্যায়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, লিটনের সমর্থকরা মিছিল করছিল। এ সময় পুলিশ বাধা দিলে তারা তা না মেনে মিছিল চালিয়ে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
এর আগে এমপি লিটনের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ।
সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে গাইবান্ধার ডিবি কার্যালয়ে নেওয়া হয় এমপি লিটনকে।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা