হবিগঞ্জে জামায়াতের কর্মিসভায় পুলিশের অভিযান
হবিগঞ্জের একটি কিন্ডারগার্টেনে জামায়াতের কর্মিসভায় অভিযান চালিয়ে উদ্ধার করা বই, ব্যানার ও মোটরসাইকেল আজ শনিবার গণমাধ্যমকর্মীদের দেখান পুলিশ কর্মকর্তারা। ছবি : এনটিভি
হবিগঞ্জে স্থানীয় জামায়াতে ইসলামীর একটি সভা চলাকালে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের দুই নম্বর পুল এলাকার সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন একাডেমি কিন্ডারগার্টেনে এই অভিযান চালানো হয়।
হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শ্রমিককল্যাণ ফেডারেশনের নামে কিন্ডারগার্টেনটিতে গোপনে কর্মিসভা করছিলেন। এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সময় জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে জামায়াতে ইসলামী সংক্রান্ত বই, ব্যানার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন একাডেমিতে দীর্ঘদিন ধরে জামায়াত-শিবিরের কিছু কর্মী নাশকতার পরিকল্পনা করছে বলে পুলিশে কাছে খবর রয়েছে বলে জানান উপপরিদর্শক।

হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ