মাছের লোভে ধরা খেল বিরল প্রজাতির উদবিড়াল
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামরা গ্রামে মাছ খেতে গিয়ে ধরা পড়েছে বিরল প্রজাতির এক উদবিড়াল। এরপর থেকে বিড়ালটিকে দেখতে হাজারো লোক ভিড় করে। পরে প্রশাসনের কর্মকর্তারা বিড়ালটিকে দেখে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ঢাকা চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করেন।
বাঁচামরা গ্রামের বাসিন্দা হারুন-অর রশিদ জানান, তিনি স্থানীয় বাঁচামরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় শখের বসে মাছ ধরতে তিনি নদীতে দোয়ারি (মাছ ধরার এক ধরনের বাঁশের তৈরি ফাঁদ) পেতে রাখেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও বাড়ির পাশে নদীতে দোয়ারি পেতে রাখেন তিনি। আজ সকালে গিয়ে দোয়ারি তুলে দেখেন, ভেতরে বিড়ালের মতো দেখতে অচেনা এক প্রাণী। এ খবর ছড়িয়ে পড়লে তাঁর বাড়িতে উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করে।
হারুন-অর রশিদ জানান, বিষয়টি প্রশাসনকে জানালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে প্রাণিটি উদবিড়াল বলে শনাক্ত করেন। এরপর বিড়ালটিকে তারা খাঁচায় ভরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যান।
দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উদবিড়ালটি বিরল প্রজাতির। এই প্রজাতি উভচর প্রাণি। মূলত মাছই ওদের প্রধান খাদ্য। বিড়ালটি ঢাকার চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ