মেহেরপুরে সবজি ব্যবসায়ীকে কারাদণ্ড, প্রতিবাদে ধর্মঘট
 
মেহেরপুর শহরে এক খুচরা সবজি ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ডের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযাগে মহিদ হোসেন নামের ওই ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।
তবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণকারী পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে ওই অভিযানের কারণে ব্যবসায়ী ও জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এদিকে, মহিদকে আটক করে দণ্ডাদেশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর খবর পেয়ে সবজি ব্যবসায়ীরা তাৎক্ষণিক দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা কাঁচাবাজারসংলগ্ন শহরের প্রধান সড়কে অবস্থান নেন। দুটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ জানান, সরকারি মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ভ্রাম্যমাণ আদালত মহিদকে এক হাজার টাকা জরিমানা করেন। ক্ষুদ্র ব্যবসায়ী দরিদ্র মহিদের পক্ষে জরিমানা পরিশোধের সামর্থ্য না থাকায় ব্যবসায়ীরা দণ্ড মওকুফের দাবি জানান। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের তর্ক-বিতর্ক হয়। ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়ে ফিরে গিয়ে অতিরিক্ত র্যাব-পুলিশের একটি দল সঙ্গে নিয়ে কাঁচাবাজারে এসে মহিদকে আটক করেন। জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে তাঁকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠান। ঘটনার প্রতিবাদ ও মহিদের মুক্তি দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস জানান, জরিমানার অর্থ পরিশোধ না করে মহিদসহ কয়েকজন ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেন। সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৬ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

 
                   রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
                                                  রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
               
 
 
 
