ঢাকা রেঞ্জে ময়মনসিংহ জেলা পুলিশ চ্যাম্পিয়ন
মানিকগঞ্জে ঢাকা রেঞ্জ আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ দল। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ১-০ গোলে মাদারীপুর জেলা পুলিশ দলকে হারায়।
মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে মাদারীপুর জেলার পুলিশ সুপার সারোয়ার হোসেন, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হাসান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) হারুনার রশিদ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি লিয়াকত আলী খান লাবন, সাধারণ সম্পাদক হবিবর রহমান, মানিকগঞ্জের সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ