মানিকগঞ্জে জাসদের মানববন্ধন
বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গিবাদ, সন্ত্রাস ও ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আজ সোমবার মানিকগঞ্জে মানববন্ধন করে জেলা জাসদের নেতা-কর্মীরা। ছবি : এনটিভি
বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গিবাদ, সন্ত্রাস ও ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মানিকগঞ্জে মানববন্ধন করেছে জেলা জাসদের নেতা-কর্মীরা।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বাংলাদেশ জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাজাহান আলী সাজু, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি।
বক্তারা নারী নির্যাতন, শিশু নির্যাতন ও লাগামহীনভাবে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ