মানিকগঞ্জে ২০ জন গ্রামীণ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন প্রদান
মানিকগঞ্জ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আজ রোববার প্রশিক্ষণপ্রাপ্ত ২০ নারীকে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। ছবি : এনটিভি
নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন মানিকগঞ্জ চেম্বারস ভবনে ওই সেলাই মেশিন দেওয়া হয়।
মানিকগঞ্জ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুদেব সাহার সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারসের পরিচালক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, চেম্বারসের পরিচালক রফিকুল ইসলাম পরান ও জাহিদুল ইসলাম এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী।
মানিকগঞ্জ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে মহিলা অধিদপ্তর ২০ জন গ্রামীণ নারীকে আটদিনের সেলাই মেশিন চালানোর ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ