মানিকগঞ্জে জেলা জজের উদ্যোগে বৃক্ষরোপণ
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার আজ সোমবার বিকেলে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। ছবি : এনটিভি
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকারের উদ্যোগে আজ সোমবার বিকেলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় জেলা জজ আদালত প্রাঙ্গণে এবং জেলা জজের বাসভবনে বিভিন্ন জাতের ফল, ঔষধি ও কাঠ গাছের ৬০০ চারা রোপণ করা হয়। পরে জেলা জজশিপের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আরো ৮৫০টি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু ট্রাইবুনালের জেলা জজ হাসিনা রৌশন জাহান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফাইজুল কবীর, যুগ্ম জেলা জজ মো. রফিকুল ইসলাম, দ্বিতীয় যুগ্ম জেলা জজ মাকসুদা খানম, মুখ্য বিচারিক হাকিম শারমিন নিগার, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল হাই, জ্যেষ্ঠ সহকারী জজ (সদর) হারুনার রশিদ।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ