মানিকগঞ্জে সিআইডির নতুন কার্যালয় উদ্বোধন
চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মানিকগঞ্জে উদ্বোধন করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন কার্যালয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তৃতীয় তলায় কার্যালয়টির উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডির) শেখ হিমায়েত হোসেন।
আজ সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান, সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির এবং জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীরা।
সিআইডির এই কার্যালয়ে একজন এএসপি, তিনজন পরিদর্শক, তিনজন উপপরিদর্শক, তিনজন সহকারী উপপরিদর্শক ও চারজন কনস্টেবল কর্মরত রয়েছেন।
জেলার চাঞ্চল্যকর খুন, ডাকাতি, অপহরণ, জাল-জালিয়াতির ৩৬টি মামলা সিআইডির হাতে রয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ