পদ্মা-যমুনায় লঞ্চ চলাচল ফের বন্ধ
প্রবল বাতাস ও পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজ শনিবার দুপুর ১২টা থেকে আবারও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথে সব ধরনের লঞ্চ চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
এতে পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকাপড়ে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রীসহ পরিবহন শ্রমিকরা। আবহাওয়া অনূকুলে এলে এই দুই পথে ফের ফেরি ও লঞ্চ চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, বৈরী আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ হওয়ায় আজ দুপুর ১২টার দিকে পদ্মা ও যমুনায় দুটি পথেই সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিরাপদে লঞ্চ চলাচল করার মতো আবহাওয়া সৃষ্টি হলে আবার চালু করা হবে বলেও জানান সাজ্জাদ।
অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ‘কোমেন’ কেটে যাওয়ায় আজ সকালে লঞ্চ ও ফেরি স্বাভাবিকভাবে চলাচল শুরু করে। কিন্তু সৃষ্ট নিম্নচাপে বৈরী আবহাওয়ায় দুপুর ১২টার দিকে পদ্মা নদীতে প্রবল বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কারণে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে পাটুরিয়া ঘাটে প্রায় ১০০ যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ