নিহত ‘জঙ্গি’ আবুর স্ত্রী হাসপাতালে, ভেঙেছে পায়ের হাড়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপারেশন ‘ঈগল হান্টে’ নিহত ‘জঙ্গি’ আবুর স্ত্রী সুমাইয়া খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ সুমাইয়া খাতুনের পায়ের হাড় ভেঙে গেছে। ডান পায়ে শটগানের গুলির মতো আঘাতের চিহ্নও আছে। এ ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক রেজাউল করিম। তিনি জানান, সুমাইয়ার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
রেজাউল করিম জানান, বৃহস্পতিবার গভীর রাতে সুমাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে তিনি হাসপাতালের ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখন ভালো।
রেজাউল করিম আরো জানান, সুমাইয়ার ডান পায়ে জখমের চিহ্ন আছে। শটগানের বুলেটের আঘাত যেমন হয়, তেমন। পায়ের হাড় একটু ভেঙে গেছে। এ ছাড়া শরীরে আর কোথাও কোনো আঘাত নেই, অন্য সমস্যাও নেই। বিশেষজ্ঞ চিকিৎসকরাও তাঁকে দেখে গেছেন। চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁর পায়ে প্রাথমিক অবস্থায় প্লাস্টার করা হবে। অস্ত্রোপচার করার মতো ইনজুরি তাঁর নেই।
‘ঈগল হান্ট’ অপারেশনের সময় গতকাল বিকেল ৫টায় নিহত ‘জঙ্গি’ আবুর স্ত্রী সুমাইয়া খাতুনকে উদ্ধার করে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াট। তাঁকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে গভীর রাতে তাঁকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, সুমাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকে হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রবেশপথে নিয়মিত আনসার সদস্যের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গেটপাস ছাড়া ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সাংবাদিক পরিচয়েও হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। শুধু গেটপাস দেখিয়ে রোগীর স্বজনরা হাসপাতালে প্রবেশ করতে পারছেন।
পারিবারিক সূত্র জানায়, নয় বছর আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার এলাকার সুমাইয়া বেগমের সঙ্গে আবুর বিয়ে হয়। এর পর থেকেই আবু শ্বশুরবাড়িতে থাকতেন। মাঝেমধ্যে বাড়ি যেতেন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে। তাঁদের দুই মেয়ে নূরী (৮) ও সাজিদা (৬)। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করতেন আবু।
শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে জঙ্গি আস্তানায় অপারেশন ‘ঈগল হান্ট’ চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে জঙ্গি আবুসহ চারজন নিহত হয়েছেন বলে জানান রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) খুরশীদ আলম।

শ. ম সাজু, রাজশাহী