শিশুকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু
যশোরের মণিরামপুর উপজেলার দোদাড়িয়া গ্রামে আজ রোববার বিদ্যুৎস্পৃষ্ট শিশু ভাতিজাকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশু ও তার এক চাচি আহত হয়েছেন।
নিহত দুজন হলেন দোদাড়িয়া গ্রামের আবদুল আজিজের ছেলে মিলন (৩২) ও সুমন (২৩)।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় সরদার ব্রিকস নামের একটি ইটভাটায় নেওয়া বিদ্যুতের পার্শ্বলাইনের তার ছিঁড়ে এ ঘটনা ঘটেছে।
ইটভাটার ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ভাটায় নেওয়া পার্শ্বলাইনের বিদ্যুৎ সরবরাহের তার কোনো কারণে ছিঁড়ে একটি পুকুরপাড়ে পড়ে ছিল। সকালে ভাটার পাশের বাড়ির মাহাবুর রহমানের ছেলে শিমুল (৯) ওই ছেঁড়া তারে স্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন চাচা মিলন ও সুমন এবং চাচি ফাতেমা (৩২)। ঘটনাস্থলে মারা যান মিলন। সুমন, শিমুল ও ফাতেমাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়।
এর মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন।

সাইফুল ইসলাম সজল, যশোর