‘বিএনপি-জামায়াত এখন পরিপূর্ণ জঙ্গি জোট’
বিএনপি-জামায়াত জোট এখন পরিপূর্ণ নিষিদ্ধ সংগঠনের মতো জঙ্গি জোটে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, নিয়মতান্ত্রিক ধারায় ফিরে না এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাছান মাহমুদ।
চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির সঙ্গে সংলাপের উদ্যোগ প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, নাগরিক সমাজের একটি অংশ বিএনপি-জামায়াত জোটের সঙ্গে আলোচনার কথা বলছেন। যারা এই আলোচনার কথা বলছে, তাদের অনেকেই এক-এগারোর কুশীলব। এদের উদ্দেশ্য ঘোলাপানিতে মাছ শিকার করা। তারা এই আহ্বানের মাধ্যমে নৃশংস পেট্রলবোমা হামলাকারী, মানুষ পুড়িয়ে হত্যাকারী এবং তাদের নেতা খালেদা জিয়াসহ অন্য নেতাদের জঘন্য মানবতাবিরোধী অপরাধকেই আড়াল করছেন।
পৃথিবীর কোথাও দুষ্কৃতকারীদের সঙ্গে কেউ আলোচনায় বসে না মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘দুষ্কৃতকারীদের দমন করা হয়।’ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কবে স্বাভাবিক হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহসাই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।

মুকসিমুল আহসান