আম কুড়াতে গিয়ে কৌটায় হাত, বিস্ফোরণে ঝলসালো শিশু
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গণকা এলাকায় একটি পুকুরের পাড়ে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।
আহত শিশুর নাম আলো খাতুন। সে গণকা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং একই এলাকার আলী হোসেনের মেয়ে।
আলোর চাচা নাসির উদ্দীন জানান, সকালে আলো দাদির সঙ্গে গণকা পুকুরে কাপড় পরিষ্কার করার জন্য যায়। এ সময় পুকুরের পাড়ে পড়ে থাকা আম কুড়াচ্ছিল আলো। একপর্যায়ে সেখানে থাকা একটি ছোট কৌটা হাতে নেয় সে। কৌটাটি দেখে দাদি তা ফেলে দিতে বলে। তখন আলো হাত থেকে কৌটাটি ফেলে দেয়। আর এতেই বিস্ফোরণ ঘটে।
তাতে আলোর মুখ থেকে পা পর্যন্ত প্রায় পুরো শরীরই ঝলসে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ