সোনামসজিদ বন্দরে জাল টাকা ছাপার মেশিন জব্দ, আটক ২
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে জাল টাকা ছাপার মেশিন জব্দ করা হয়েছে। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল শুক্রবার গভীর রাতে সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের শরিফুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর থেকে সাড়ে ৫০ হাজার জাল রুপি, এক হাজার ৮০০ বাংলাদেশি জাল টাকা এবং জাল টাকা ছাপার মেশিন, সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ সময় ওই বাড়ি থেকে বালিয়াদিঘী গ্রামের আবুল কালাম ও কালুপুর গ্রামের সাদিকুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় আজ মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে গতকাল শুক্রবার গভীর রাতে জাল টাকা ছাপার মেশিনসহ দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি : এনটিভি

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ