আত্মঘাতীর লাশ ঢামেকে নেওয়া হয়েছে
রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় হাজি ক্যাম্পে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলাকারীর লাশ ঘটনাস্থল থেকে বের করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাশ র্যাবের অস্থায়ী ক্যাম্প থেকে বের করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া এ তথ্য জানিয়েছেন।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাবের পরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় তাঁরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে বোমা বহনকারী নিহত হন, পাশাপাশি র্যাবের দুই সদস্য আহত হন। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানে চারজন নিহতের ঘটনার একদিন পর এ ঘটনা ঘটল।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আশকোনার হাজি ক্যাম্পের পাশেই অবস্থিত র্যাবের অস্থায়ী ক্যাম্প। ওই অস্থায়ী ক্যাম্পের নির্মাণকাজ চলছে। এখানে র্যাব প্রশাসনের কিছু লোকজন আর কিছু নির্মাণশ্রমিক থাকেন। ক্যাম্পের একটি মাত্র গেট। চারদিকে গ্রিল ও দেয়াল দিয়ে বাউন্ডারি ঘেরা।
বাউন্ডারির একপাশে দুপুর ১টার দিকে একজন অপরিচিত লোককে হাঁটতে দেখে র্যাবের সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। এ সময় তিনি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হন। এ সময় র্যাবের দুই সদস্য ল্যান্স করপোরাল মিজান ও কনস্টেবল আরিফ আহত হয়েছেন। তাঁদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হামলাকারীর দেহ বিস্ফোরণের কারণে ক্ষত-বিক্ষত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক