শিবগঞ্জে পিস্তল গুলি উদ্ধার, আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজ মঙ্গলবার তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ১৫টি গুলিসহ ইউসুফ আলীকে (২০) আটক করে পুলিশ। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ১৫টি গুলিসহ একজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ইউসুফ আলী (২০) উপজেলার পাকা ইউনিয়নের বাসিন্দা। তাঁর নামে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশের একটি টহল দল বোগলাউড়ি এলাকার একটি ভুট্টার ক্ষেতে অভিযান চালায়। এ সময় পাকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের ইউসুফকে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ হাতেনাতে আটক করা হয়। তাঁর নামে থানায় মামলা করা হয়েছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ