সমতাভিত্তিক উন্নয়নের দাবিতে পঞ্চগড়ে জাসদের মানববন্ধন
গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচারভিত্তিক উন্নয়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা জাসদের সাধারণ আজহারুল ইসলাম জুয়েল।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দেশের উন্নয়নকাজ সম্পাদনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং প্রতিবছর এই দিনটিকে দাবি দিবস হিসেবে পালনের আহ্বান জানান।
মানববন্ধনে জেলা জাসদসহ এর অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়