শিবগঞ্জ সীমান্তে ৭ কেজি গানপাউডার উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত থেকে উদ্ধার হওয়া সোয়া সাত কেজি গানপাউডারসহ বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত থেকে সোয়া সাত কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে এই গানপাউডার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শ্যামপুর এলাকায় ওয়াহেদপুর বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় দু-তিনজন চোরাকারবারি ভারত থেকে ব্যাগ নিয়ে বাংলাদেশে ঢুকলে বিজিবি ধাওয়া দেয়। বিজিবির ধাওয়া খেয়ে তারা তাদের ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে গানপাউডারগুলো উদ্ধার করা হয়। আর এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ