‘প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১৫ হাজার মানুষের প্রাণহানি’
 
নিরাপদ সড়ক চাই-নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, বাংলাদেশে প্রতিবছর ১৫ হাজার লোক শুধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়। যা নেপালে ভূমিকম্পে নিহতদের সংখ্যারও বেশি। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনা সৃষ্টির মাধ্যমেই এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হ্রাস করা সম্ভব।
সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য দিনাজপুরে আজ সোমবার গণসচেতনতামূলক এক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্ট্যাকচার প্রজেক্ট ও নিরাপদ সড়ক চাই যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির মধ্যে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা এবং গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান প্রমুখ।

 
                   ফারুক হোসেন, দিনাজপুর
                                                  ফারুক হোসেন, দিনাজপুর
               
 
 
 
