সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে : কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন
দিনের ভোট রাতে করে ক্ষমতায় টিকে থাকা এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং চাল, ডাল, তেল, গ্যাস, শিশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
ফরিদা ইয়াসমিন বলেন, দিনের ভোট রাতে করে ক্ষমতায় টিকে থাকা এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। তাই ভয়ভীতি উপেক্ষা করে মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ পথে থাকতে হবে।
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি সব সময় দেশের সাধারণ মানুষের দাবি আদায়ে রাজপথে থাকে। চাল, ডাল, তেল, গ্যাস, শিশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বতিতে দেশের বেশির ভাগ মানুষ আজ পরিবার-পরিজন নিয়ে না খেয়ে অনাহারে দিন যাপন করছে। আর অওয়ামী লীগের নেতারা লুটপাট করে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই সরকার প্রশাসনসহ সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।
ফরিদা ইয়াসমিন আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ যখন না খেয়ে দিন যাপন করছে, তখন আওয়ামী লীগের এমপি- মন্ত্রীরা ঘরে বসে এই দেশকে মালয়েশিয়া, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করছে। এই দুর্নীতিবাজ সরকারকে আর ক্ষমতায় টিকিয়ে রাখা যাবে না।
এ সময় ফরিদা ইয়াসমিন সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য আ স ম আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ তপন। ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া