ভারত সরকারের সংবর্ধনা অনুষ্ঠানে পাবনার বেবী ইসলাম
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের আমন্ত্রণে সংবর্ধনা এক অনুষ্ঠানে যোগ দিতে পাবনার বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম দিল্লি গেছেন। গত ১৩ ডিসেম্বর ইন্ডিয়ান এয়ার লাইনসের বিশেষ বিমানযোগে তিনি দিল্লি পৌঁছেন।
আগামী কাল ১৬ ডিসেম্বর দিল্লি গেটে তাদের সংবর্ধনা প্রদান করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার দিল্লি গেটে বাংলাদেশের ৩০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনার আয়োজন করে। সেই অনুষ্ঠানে যোগ দিতে বেবী ইসলাম পাঁচ দিনের সফরে ভারত যান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন তিনি। দর্শনীয় স্থানগুলোর মধ্যে দিল্লির রেড ফোর্ড, কুতুব মিনার, নিজাম উদ্দিন আউলিয়ার দরগা শরিফ, দিল্লি জাতীয় জাদুঘর, অকসার ধাম টেম্পল, লোটাস টেম্পল, তাজমহলসহ আগ্রার দর্শনীয় স্থান, আজমির শরিফ রয়েছে। এ ছাড়া ভারতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। ১৯ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম বলেন, মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের এই সংবর্ধনা বাঙালি জাতিকে সম্মান প্রদর্শন।
বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি, পাবনা জেলা ও উত্তরবঙ্গ মোটর মালিক সমিতির সাবেক সভাপতি, পাবনা লায়ন্স ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্টসহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা