বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে ঝড়ো হাওয়া ও পদ্মা নদী উত্তাল থাকায় বিআইডব্লিউটিসির নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিআইডব্লিউটিএ সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, শিমুলিয়া নদী বন্দরে অভ্যন্তরীণ নৌপথে ২নং নৌ-হুঁশিয়ারি সংকেত বলবৎ থাকায় এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সকল ধরনের লঞ্চ চলাচল সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বন্ধ রয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি লঞ্চ চলাচল আটকেপড়া যাত্রীদের পারাপারের জন্য ঘাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনাক্রমে যাত্রীদের ফেরিতে পারাপারের জন্য মাইকিং করা হচ্ছে।
শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে ছোট বড় মিলিয়ে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাশাপাশি রয়েছে ৮৫টি লঞ্চ ও ১৫২টি স্পিডবোটসহ ৮টি ট্রলার।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ