বাঁশখালীতে ধানক্ষেতে মৃত হাতি
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর ধানক্ষেত থেকে একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭ নম্বর ওয়ার্ডের ছোটবিল এলাকা থেকে এ মৃত হাতিটি উদ্ধার করা হয়।
জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭ নম্বর ওয়ার্ডের ছোটবিল এলাকায় হাতিটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনবিভাগে খবর দেয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে হাতিটি মারা গেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত নই। তবে বিস্তারিত জানার জন্য উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসকে জানানো হয়েছে। তারা এলে হাতিটির ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের পর মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হবে।
আনিসুজ্জামান শেখ আরও জানান, ধারণা করা হচ্ছে, এটি পুরুষ হাতি। বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। এর আগে গত ৬ নভেম্বর ভোর ৪টার দিকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হজরত আজগর আলী শাহের মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলের ধানক্ষেত থেকে আরও একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছিল।
সাতকানিয়ার মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া মৃত হাতিটির ময়নাতদন্তের পর বলেন, আমন ধান বাঁচাতে স্থানীয়দের পাতা বিদ্যুৎ ফাঁদে আটকে হাতিটির মৃত্যু হয়েছে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম