বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বরিশাল নগরীতে গতকাল শুক্রবার রাতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান। ছবি : এনটিভি
বরিশাল সিটি করপোরেশন নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কালিবাড়ি রোডের মহানগর পুলিশের ট্রাফিক কার্যালয়ের সামনে বুলডোজার দিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সিটি করপোরেশনের রোড ইন্সপেক্টর রাকিবুল ইসলাম জানান, ল্যান্ড ইউজার সার্টিফিকেট না নিয়েই অবৈধভাবে বড় জায়গাজুড়ে দুটি টিনশেড দোকান নির্মাণ করা হয়েছিল।
রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে এসে যারা এই দোকান তৈরি করেছিল, তাদের মালামাল সরিয়ে নেওয়ার সময় দেই। তারা মালামাল সরিয়ে নেওয়ার পর উচ্ছেদ অভিযান চালানো হয়।’

আকতার ফারুক শাহিন, বরিশাল