পাবনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ আটক ১
পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে বিপুল নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। আজ বৃহস্পতিবার (৪ মে) র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ আটক ব্যক্তির নাম রাজীব হোসেন (২৬)। তাঁর বাড়ি সদর উপজেলার আতাইকুলা থানার দেবীপুর তেবাড়িয়া গ্রামে।
কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল বুধবার দিনগত রাত ৩টার দিকে আতাইকুলা থানার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে এক লাখ ৮৬ হাজার ৫০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, ৯৫ হাজার ৪৬০টি নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় বিড়ি ব্যবসায়ী রাজীবকে।
র্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাজীব দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় আতাইকুলা থানায় মামলা করা হয়েছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা