পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু
পদ্মা সেতুতে চলাচলের জন্য টোলপ্লাজার সামনে মোটরসাইকেল চালকদের ভিড়। ছবি : এনটিভি
প্রায় সাড়ে ৯ মাস পর ঈদের ছুটির দ্বিতীয় দিনে শর্ত সাপেক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে পদ্মা সেতুর উত্তর প্রান্ত থেকে নির্দিষ্ট লেন ধরে মোটরসাইকেল চলাচল শুরু হয়।
একটি বুথ দিয়ে টোল আদায়ের কথা থাকলেও ভিড় কমাতে দুটি বুথ থেকে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে। সেতু বিভাগের যুগ্মসচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
যুগ্মসচিব ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, ‘প্রতি মিনিটে দুটি বুথ থেকে ২৫-৩০টি মোটরসাইকেল সেতুতে উঠছে।’
প্রসঙ্গত, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। ঐদিন রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ