দৌলতদিয়ায় ধরা পড়ল ৪৬ কেজির বাঘাইড়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনার মোহনায় প্রায় প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ। আজ মঙ্গলবার ভোররাতে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মায় মোমিন হালদার নামের এক জেলের জালে ধরা পড়ে ৪৬ কেজির বিশাল একটি বাঘাইড়। মাছটি দৌলতদিয়া রওশন মোল্লার আড়তে নিয়ে এলে সুমাইয়া মৎস্য আড়তের ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি ৪৮ হাজার টাকায় কিনে নেন। সে সময় মাছটি এক নজর দেখার জন্য ভিড় করে স্থানীয়রা।
জেলে মোমিন হালদার বলেন, ‘গতকাল রাতে নদীতে মাছ ধরতে যাই। আজ ভোরের দিকে আমার জালে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে সেটা ৪৮ হাজার টাকায় বিক্রি করি।’
এর আগে গতকাল সোমবার ৪৩ কেজি ওজনের একটি বাঘাইড়সহ কয়েকদিনে বাঘাইড়, পাঙ্গাস, রুইসহ বেশ কয়েকটি বড় মাছ ধরা পড়েছে। মাছগুলো দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ীদের কাছে জেলেরা বিক্রি করে। পরে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ীর সঙ্গে ফোনে যোগাযোগ করে বিক্রি করে।
গোয়ালন্দ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, নদীর পানি কমতে থাকায় বড় বড় মাছ ধরা পড়ছে পদ্মা ও যমুনার মোহনায়। কিন্তু ভরা মৌসুমে বড় মাছগুলো তেমন ধরা পড়ে না। বড় বড় মাছ ধরা পড়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছে জেলে ও মাছ ব্যবসায়ীরা।

মো.আহসান হাবীব, রাজবাড়ী