দাদার শেষকৃত্যের পরেই বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্য সম্পন্নের পর সমাধিস্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামকৃষ্ণ ঝিনুক (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল থেকে শুরু হয় নিহত তরুণের দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের অনুষ্ঠানিকতা। এ কাজ শেষ হয় রাতে। দাদার সমাধিস্থল আলোকিত করার জন্য রামকৃষ্ণ ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় সকেট সেটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, একই দিনে এক পরিবারে দুই মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খোরশেদ আলম বলেন, ‘নিহত যুবকের দাদার শেষকৃত্য সম্পন্নের পরেই বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি রামকৃষ্ণ ঝিনুক মারা গেছেন। আমি ঘটনাস্থলে রাত ২টা পর্যন্ত উপস্থিত ছিলাম।’
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম