ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত অর্ধশতাধিক
মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে আহতদের স্বজনদের ভিড়। ছবি : এনটিভি
ঢাকা আরিচা মহাসড়কে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ পোষাক শ্রমিক আহত হয়েছেন। বাসচালকের অবস্থা আশংকাজনক।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মো. জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত ৩২ শ্রমিক চিকিৎসাধীন।বাসচালকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ