টিভি চ্যানেল ও মিডিয়ায় ইউনিলিভারের বিজ্ঞাপন বন্ধে অ্যাটকোর উদ্বেগ
বাংলাদেশে ইউনিলিভার হঠাৎ করে একতরফাভাবে টিভি চ্যানেল ও মিডিয়ায় বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের একমাত্র শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাটকো জানিয়েছে, সরকারের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এবং করোনা-সংকট উত্তরণের ফলে যখন দেশে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে এবং দেশের অর্থনীতি আবার সক্রিয় হচ্ছে, সে সময় করোনা-সংকটে ক্ষতিগ্রস্ত টেলিভিশন শিল্পকে সহযোগিতার জন্য অ্যাটকো বিজ্ঞাপন রেট ৩০ শতাংশ বৃদ্ধির দাবি জানায়। কিন্তু তা উপেক্ষা করে ইউনিলিভারের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। ইউনিলিভারের এই সিদ্ধান্ত দেশের টিভি চ্যানেল ও মিডিয়ার আর্থিক সংকট সৃষ্টি করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের টিভি চ্যানেল ও মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ইউনিলিভারের পণ্যের বিপণন ও ব্যবসায়িক প্রসার হচ্ছে বিধায় অ্যাটকো আশা করছে, ইউনিলিভার বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করবে।
টিভি চ্যানেলে বিজ্ঞাপন রেট ৩০ শতাংশ বাড়িয়ে ইলেকট্রনিক মিডিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার জন্য ইউনিলিভারকে অ্যাটকো ফের অনুরোধ জানিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক