চট্টগ্রামে ব্যবসায়ীকে ২০ বছরের সাজা, ২০ কোটি টাকা অর্থদণ্ড
 
চট্টগ্রামে পুরাতন জাহাজ আমদানির নামে ব্যাংকের টাকা আত্মসাতে দুদকের মামলায় শহীদুল করিম নামে এক ব্যবসায়ীকে ২০ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন বিভাগীয় আদালত।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন। দণ্ডিত শহীদুল করিম চট্টগ্রামে পুরোনো জাহাজ আমদানিকারক।
দুদকের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী জানান, জনতা ব্যাংক লালদীঘি শাখা থেকে ১৯৯৪ সালে ব্যবসায়ী শহীদুল করিম পুরোনো জাহাজ আমদানির নামে প্রায় সাড়ে ১১ কোটি টাকার ঋণ নেন। শিপ ব্রেকিংয়ের জন্য পুরোনো জাহাজের পাশাপাশি ১৬ হাজার ৭০০ মেট্রিক টন বিভিন্ন মালামাল আমদানি করেন ওই ব্যবসায়ী। ঋণের সম্পূর্ণ টাকা আত্মসাৎ করার দায়ে আদালত পৃথক ধারায় ২০ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড করেন।
আইনজীবী আরও জানান, এটি দুদকের মামলায় সর্বোচ্চ সাজার রায়। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

 
                   আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
                                                  আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
               
 
 
 
