ভুয়া চক্ষু চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ি জেলার রামগড়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধন বিহীন এক ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থ দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। এ সময় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক পরিচয়দানকারী রাকিবুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ডাক্তার হিসেবে মেডিকেল ডিগ্রি ও বিএমডিসির নিবন্ধনের কাগজপত্র দেখাতে না পারায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২২ ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে এ ভুয়া ডাক্তার কুমিল্লা থেকে এখানে এসে প্রতি সপ্তাহে মাইকিং করে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক হিসেবে চিকিৎসা দিয়ে আসছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি