সুবহানের ফাঁসির রায়ে পাবনায় আনন্দ মিছিল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মুহাম্মদ আবদুস সুবহানের ফাঁসির রায়ে আনন্দ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ সময় দলীয় কার্যালয়ের সামনে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা। তবে এ রায়ের প্রতিক্রিয়ায় নিশ্চুপ জামায়াত-বিএনপি।
আজ বুধবার দুপুরে মিছিলের পর দলীয় কার্যালয়ের সামনে এক আনন্দ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাবু, আবদুল হামিদ মাস্টার, জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, জেলা ছাত্রলীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলু প্রমুখ।
রায়ের প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার হাবিবুর রহমান হাবিব বলেন, মাওলানা সুবহান স্বাধীনতাযুদ্ধের সময় কসাই হিসেবে পরিচিত ছিলেন। তার বিচার সম্পন্নের মধ্যে দিয়ে পাবনাবাসী কলঙ্কমুক্ত হবে। নতুন প্রজন্ম মাথা উঁচু করে পরিচয় দিতে পারবে তারা পাবনার সন্তান।
রায় ঘোষণাকে কেন্দ্র করে পাবনা শহর ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক বিজিবি, র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ বিষয়ে জানিয়েছেন, এই বিচারের রায়ে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো ধরনের নাশকতারোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
এদিকে রায়ে তাৎক্ষণিকভাবে জামায়াত ও বিএনপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আবদুস সুবহানের বাড়ি পাবনা শহরের পাথরতলা মহল্লায়। তিনি মৃত নঈমুদ্দিনের ছেলে। তাঁর ভালো নাম আবুল বশর মিয়া হলেও এলাকায় তিনি ‘মাওলানা সুবহান’ নামে পরিচিত।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান সুবহানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা