রাজশাহী জেলা জামায়াতের আমির ও শিবির নেতা গ্রেপ্তার
রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল খালেক ও জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার পৃথক অভিযান চালিয়ে নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। তিনি গোদাগাড়ী পৌরসভার মেয়র ও জামায়াত নেতা আমিনুল ইসলামের ছোট ভাই।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমির কলেজশিক্ষক আবদুল খালেককে আজ শনিবার দুপুর ২টার দিকে গোদাগাড়ী রেলগেট বাইপাস থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার দুটি মামলা আছে। এর আগে শনিবার ভোরে গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর এলাকা থেকে উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, আবদুল খালেক ও রবিউল আবারও নাশকতার উদ্দেশ্যে এলাকায় ফিরে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শ. ম সাজু, রাজশাহী