চাঁপাইনবাবগঞ্জে ২ স্কুলছাত্রী হত্যার বিচার দাবিতে সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি এলাকার ফতেপুর গ্রামের দুই স্কুলছাত্রী সুমাইয়া খাতুন মেঘলা ও মেহজাবিন আক্তার মালিহার খুনিদের বিচার দাবিতে সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন
অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হান্নান।
চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, পৌর কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, সিদ্দীকা সিরাজুম মনিরা, মেঘলার বাবা মিলন রানা ও মালিহার বাবা আবদুল মালেক।
সমাবেশে বক্তারা বলেন, মেঘলা ও মালিহার নির্মম হত্যাকাণ্ডে তাদের বাবা-মাসহ এলাকাবাসী আতঙ্কিত ও ক্ষুব্ধ। ওই এলাকার মানুষ শিশু সন্তানদের নিয়ে প্রতি মুহূর্তে আতঙ্কে চলাফেরা করছে।
বক্তারা দাবি জানান, হত্যাকারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। যাতে এ রকম নির্মম ঘটনা ঘটানোর সাহস আর কেউ না করতে পারে।
গত ১২ ফেব্রুয়ারি বাড়ির বাইরে খেলতে বের হওয়ার পর নিখোঁজ হয় মেঘলা ও মালিহা। নিখোঁজের দুদিন পর ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফতেপুরের লাকি আক্তারের বাড়ির একটি ঘর থেকে তাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ